“প্রাক্তন”
রাবেয়া সুলতানা✒ ….
হাই বলে নক দিয়ে
কথা বলা শুরু করে,
দিন দিন বাড়ে ভাব
কথাগুলা যেনো বেশ আঁট।
রাতদিন কথা বলে শুধু পটপট,
ভালোবাসি বলে দেয় মুখের ওপর।
তুমি সুন্দর,তুমি চৌকস
এই বলে করে সমাদর।
তুমিই প্রথম তুমিই শেষ,
কথার খেলাও জমে বেশ।
অনিন্দ্য কিছু দিন হলো গতো,
এই করে চালাবো আর কতো?
আরো কতো প্রাক্তন ছিলো জানিনা,
বুঝিনি,জানিনি সবটুকু ছিলো ছলনা!
আজকাল কেনো করো এতো জ্বালাতন?
আজ থেকে তুমি আমারো প্রাক্তন!
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: ระบบขายของออนไลน์
Pingback: เช็คสลิปโอนเงิน
Pingback: หาโรงงานจีน
Pingback: mostbetkzskachat.pro-site.kz