প্রচ্ছদ / আন্তর্জাতিক / করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০

সিএন নিউজ ডেস্কঃ

প্রাণঘাতী নভেলা করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভাইরাসটির কেন্দ্রস্থল উহানে বিভিন্ন জিমনেসিয়াম, প্রদর্শনী কেন্দ্র এবং ক্রীড়া কেন্দ্রগুলোকে অস্থায়ী হাসপাতাল বানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো উহানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ প্রায় ২৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এবং প্রাণহানি বাড়তে থাকায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশগুলো ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেয়।

এছাড়াও চেক করুন

আমার বউ ফেরত চাই পোস্টার নিয়ে শ্বশুরবাড়ির সামনে অবস্থান স্বামীর

সিএন নিউজ আন্তর্জাতিক ডেস্ক: শ্বশুরবাড়ির লোকজন স্ত্রীকে আটকে রেখেছে। কিন্তু স্ত্রীকে ফেরত না পাওয়া পর্যন্ত …