মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে গণপরিবহন ও জনগুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে করছে স্কাউট সদস্যরা। উপজেলার হেলডস্ ওপেন স্কাউট গ্রুপ নামের সেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্য মিলে রবিবার স্থানীয় বাসটেশন এবং জনগুরুত্বপূর্ণ স্থান সমূহে তাদের এই কার্যক্রম পরিচালনা করে।জানাযায়, করোনাভাইরাস প্রতিরোধে হাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে রবিবার প্রথমবারের মতো জীবাণুনাশক স্প্রে করেছে সংগঠনটি। এই সম্পর্কে গ্রুপটির সাধারণ সম্পাদক তাসফিক হক নাফিও বলেন, ” আমরা আমাদের ফুলপুরকে করোনার হাত থেকে রক্ষা করতে সব ধরনের চেষ্টা করছি এবং শেষ পর্যন্ত করে যাবো। ফুলপুরবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে যে, করোনাভাইরাসে আতঙ্ক হবেন না বরং সচেতন হয়ে প্রতিরোধ করুন।”
তাদের এই কার্যক্রম সাধারণ জনগণের মাঝে শক্তিসঞ্চারে ভূমিকা রাখবে বলে মনে করেন সচেতনমহল। সরকারের পাশাপাশি বাংলাদেশের সকল সেচ্ছাসেবী সংগঠন গুলো যদি এই রকম পদক্ষেপ হাতে নেয় তবে অনেকাংশেই হ্রাস করা যাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: y8
Pingback: จอสัมผัสอัจฉริยะ
Pingback: Le Bandit
Pingback: ole777
Pingback: Bilad rafidain