নিজস্ব প্রতিনিধিঃ-
প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সৌদিআরবের সকল প্রবাসী সহ বাংলাদেশের সকল জেলা উপজেলার নাগরিকদের সতর্ক বার্তা দিয়েছেন সৌদি বাস বাংলা বিজনেস এ্যাসোসিয়েশনের সভাপতি, আল আমিন গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমান।
এক বিবৃতিতে সতর্ক বার্তার মাধ্যমে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, করোনা ভাইরাস প্রানঘাতি। এ ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি রয়েছে। চীনে শুরু হলেও গতকয়েক দিন থেকে ভাইরাসটি বিশ্বের ১০০ টিরও দেশে আক্রান্ত হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত কোন ব্যাক্তি, পরিবার, সমাজ, দল, জাতি, দেশ অথবা যে কোন ধর্মীয় গোষ্ঠীর হোকনা কেন তাকে/ তাহাদের কে নিয়ে খারাপ কোন মন্তব্য না করাই ভালো যেই ব্যক্তি, যেই সমাজ, যেই দেশ অথবা যেই ধর্মের মানুষ হোকনা কেন তার জন্য দোয়া করবেন কেননা আপনাকে যিনি সৃষ্টি করেছেন তাকে/তাদেরকে ও তিনিই সৃষ্টি করছেন এই মহামারী সৃষ্টির জন্য আমরা সকলেই কোন না কোন ভাবে দায়ী | আক্রান্ত ব্যক্তির কি অপরাধ ?
তাকে অপবাদ দিবেন কেন ?
এমনও তো হতে পারে আপনার,আমার নিকটতম কাহারও নিকট থেকে সে আক্রান্ত হয়েছেন প্রাকৃতির সৃষ্ট কোন কিছু আপনি চাইলেই থামিয়ে দিতে পারবেন না আপনার সৃষ্টিকারী মহান আল্লাহর নিকটে প্রার্থনা করুন আর বারবার ক্ষমা চাইতে পারেন তাতে যদি আমারা নাজাতপাই পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্য্যন্ত অনেক বার এই জাতীয় বিপদ দিয়েছেন আল্লাহ আবার রক্ষাও করেছেন তাই আসুন প্রত্যেকের ধর্মীয় অবস্থান থেকে সৃষ্টির স্রষ্টার নিকট প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন আজ আরও এক বার প্রমাণীত হল আমার আর আপনার মধ্যে কোন ব্যবধান নাই রাজা আর প্রজা আজ বরাবর হয়ে গেল এই করোনা ভাইরাস এর কারণে, ভাবতে অবাক লাগছেনা !
জানা থাকা ভালো বিশেষ কোন মহামারীতে যদি আপনার মৃত্যু হয় তাহলে আল্লাহ্ আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ্ আমাদের সবাইকে ক্ষমা করেদিন।
তাই নিন্মোক্ত নিয়মাবলী পালনের জন্য সৌদিআরবস্থ ও বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা ও বাংলাদেশের সর্বস্তরের জনগনের প্রতি সবিনয় অনুরোধ রইলো।
করোনা ভাইরাস নিয়ে করনীয়
আপনারা যে যার অবস্থানে থাকবেন ।
আপনার শহর থেকে অন্য শহরে না যাওয়া উত্তম।
যে যেই দেশে অবস্থান করছেন সেই দেশ ত্যাগ না করা উচিত ।
আপনাকে অবশ্যই মানুষের সাথে দূরত্ব বজায় রেখে কথা বললে ভালো ।
আপনি যেখানেই যাবেন সুযোগ পেলেই আপনার হাত মুখ দুয়ে নিতে নিন ।
ঘরে ঢুকে প্রথমেই হাত মুখ দুয়ে নিন ।
বাজার থেকে ক্রয়কৃত সকল প্রকার শাক সবজি দূয়ে তারপর কাটা কাটি করুন ।
মাছ, মাংশ,সাক সবজি ভালো ভাবে রান্না করুন ।
সুস্থ্য মানুষের জন্যে ফেইসমাকস জরুরি নয় অসুস্থ্য রোগীকে অবশ্যই ফেইসমাকস পরা জরুরি ।
খাবার পরিবেশনের সময় ফেইসমাকস পরে পরিবেশন করুন ।
প্রতিটি রেস্তোরার খাবার খাওয়ার আগে গরম পনি দিয়ে প্লেট দুয়ে নিন অথবা ওয়ান টাইম প্লেট ব্যবহার করুন ।
আপনার পরিবারের জন্য কমপক্ষে কিছু দিনের খাবার/বাজার জমা রাখুন ।
আপনার অবশ্য জানাথাকা প্রয়োজন এই করোনা ভাইরাস শেষ হতে কমপক্ষে ছয় মাস, এক বছর, দেড় বছর এমনও হতে পারে দুই বছর সময় লাগতে পারে অথবা কত দিন থাকবে বলা যাচ্ছে না।
আপনি যথাসম্ভব এই করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকার জন্য করনীয় জেনে রাখুন ।
আপনার সন্তানকে ঘরে পড়ার অব্যাস করুন।
আপনি সাধারণ ব্যয়াম করুন এতে আপনার শরীরের শক্তির সঞ্চার হবে ।
ঠাণ্ডা কোন কিছু খাওয়া থেকে বিরত থাকুন ।
সপ্তাহে কমপক্ষে একবার ক্লোরেক্স , ডেটল , অথবা ব্লিসিং দিয়ে আপনার ঘর দুয়ে নিন। ।
আপনার যদি ঠাণ্ডা,কাশি অথবা জ্বর দেখা দেয় তাহলে আপনি প্রথেমই ডাক্তার দেখান এবং মানুষের মধ্যে থেকে দূরত্ব বজায় চলুন ।
আপনি যেই ধর্মেরই হোন না কেন ধর্মীয় অনুশাসন মেনে চলুন ।
প্রকৃিতিকে ভালো বাসুন আপনার জীবন বাঁচাতে প্রকৃিতি সবচেয়ে বেশি প্রয়োজন ।
করোনা ভাইরাস এটি কোন রোগ নয় এটি প্রকৃিতির প্রতিশোধ বা মানব জাতিকে শিক্ষা দেয়ার একটি আলামত এর অংশ মাত্র!
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৮ মন্তব্য
Pingback: explore more
Pingback: 1xslots argentina
Pingback: joker room vip login
Pingback: Axi Select
Pingback: Volnewmer
Pingback: นำเข้าพัดลม มอเตอร์
Pingback: endoliftX ที่ไหนดี
Pingback: commercial humidor Canada