প্রচ্ছদ / প্রচ্ছদ / করোনার সতর্কতায় ইবিতে গণজমায়েত নিষিদ্ধ

করোনার সতর্কতায় ইবিতে গণজমায়েত নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদকঃ

করোনা ভাইরাস সতর্কতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিসিতে সকল প্রকাশ গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ১২ মার্চ থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত টিএসসিসি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে, ১১৬ নাম্বার কক্ষে ও করিডোরে সকল প্রকাশ অনুষ্ঠানের নিষেধাজ্ঞারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

ড. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারীর নির্দেশ অনুযায়ী আগামী ২৫ মার্চ পর্যন্ত টিএসসিসিতে বিশ্ববিদ্যালয়ে বিভাগ, অফিস, সমিতি, পরিষদ, ফোরাম, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনীতি সংগঠনের আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুনর্মিলনীর মতো গণজমায়েত হয় এমন সব ধরণের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞ জারি করা হয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৫ মন্তব্য