এমডি শাহিন মজুমদারঃ
মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা আমার প্রথম অগ্রাধিকার : খাদেমুল হারামাইন আশ শরীফাইন সালমান বিন আব্দুল আজিজ
সৌদি আরবে অবস্থানরত প্রিয় নাগরিক এবং রেসিডেন্টগন ( মহান আল্লাহ আপনাদের সুস্থ ও নিরাপদে রাখুক) নিশ্চয় আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছি। কিন্তু আমরা বিশ্বাস করি, এই সময় চলে যাবে এবং সুদিন আসবে ইনশাআল্লাহ। কেননা মহান আল্লাহ বলেছেন ان مع العسر يسرا ।
আপনাদের প্রিয় এই দেশের পক্ষ হতে বৈশ্বিক মহামারিকে মোকাবেলা করার জন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে এবং আল্লাহর ফজলে তার সেই সক্ষমতা রয়েছে। আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে এই পবিত্র ভূমি আপনাদের ঔষধ চিকিৎসা ও খাদ্যের পর্যাপ্ত পরিমাণ এর ব্যবস্থা করবে। সকল সরকারি প্রতিষ্ঠান অবশ্যই তাদের সর্বাগ্রে স্বাস্থ্য বিভাগ প্রত্যেকটি নাগরিক এবং মুকিমের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি প্রতিষ্ঠান সহ এক্ষেত্রে জড়িত সকল কর্মীদের কে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
সামনের দিনগুলো আরও কঠিনতর হবে বলে মনে করা হচ্ছে। তবে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আপনাদেরকে আবারো নিশ্চিত করতে চাই যে ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমরা এই বিপদের মোকাবিলা করবো প্রত্যেক নাগরিক ও মুকীমের সুস্বাস্থ্য এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: mk8
Pingback: ตรวจสอบสลิปโอนเงิน
Pingback: raamdecoratie draai kiepramen
Pingback: fear of god essentials
Pingback: ยอย
Pingback: ติดเน็ตบ้าน ais
Pingback: Buy Red Xanax Bar In Sweden Online