প্রচ্ছদ / প্রচ্ছদ / করোনা প্রতিরোধে জনগণের পাশে ইবি ছাত্রলীগ

করোনা প্রতিরোধে জনগণের পাশে ইবি ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাসের বিস্তার রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সোমবার সকাল থেকে তারা সাংগঠনিকভাবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করে।

ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, মিজানুর রহমান লালন ও ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্ব তারা বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকা, কুষ্টিয়ার চৌড়হাস মোড়, মজমপুর ও এনএসরোড সহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে। বিভিন্ন স্থানে পথচারী, ট্রাফিক পুলিশ, দিনমজুর, রিকশাচালক, সিএনজিচালক ও সাধারণের মানুষের মাঝে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়।

এবিষয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানবতার কল্যাণে নিয়োজিত থেকেছে। সেই ধারাবাহিকতা থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আজকের কর্মসূচী। তারা আরও বলেন করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় রোগটি নির্মূল করতে হবে।

এদিকে তাদের এই উদ্যোগকে সমাজের বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …