প্রচ্ছদ / প্রচ্ছদ / করোনা প্রতিরোধে স্বেচ্ছায় লকডাউনে একাধিক মহল্লা

করোনা প্রতিরোধে স্বেচ্ছায় লকডাউনে একাধিক মহল্লা

মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি :-

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এলাকাবাসীদের নিজস্ব উদ্যোগে লকডাউন হয়েছে একাধিক মহল্লা। উপজেলার পৌর এলাকার ৮ নং ওয়ার্ড ও কুরের পাড় এলাকা, ভাইটকান্দী ইউপি’র ৭ নং ওয়ার্ড, রহিমগঞ্জ ইউপি’র মাটিচাপুর গ্রাম এবং সিংহেশ্বর ইউপি’র ৪ নং ওয়ার্ডের এলাকাবাসী নিজেরা উদ্যোগী হয়ে সেচ্ছায় লকডাউন করেছেন নিজেদের মহল্লা। জানাযায়, হেলডস্ ইয়ুথ ফোরামের সেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতায় এলাকার প্রধান প্রধান সড়কে বাঁশ বেধে এবং কলা গাছ ফেলে অন্য এলাকার সাথে বিছিন্ন করা হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন স্থানে লাল নিশানা উড়িয়ে অন্য এলাকার লোকদের প্রবেশ ও গমন বন্ধ ঘোষণা করা হয়েছে। এলাকার সকল দোকানপাট বন্ধ রেখে সকলে নিজ নিজ গৃহে অবস্থান করছেন। এলাকাবাসীর এসকল উদ্যোগে সহযোগিতা করেন হেলডস্ ইয়ুথ সভাপতি তাসফিক হক নাফিও, কমিশনার মাহমুদুল হাসান রাব্বি, আনিসুল জামান নয়ন এবং আশিকুর রহমান ট্রনিক।
স্বেচ্ছায় লকডাউনে যাওয়া এসব এলাকা পরিদর্শন করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এই সময় তিনি করোনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার নির্দেশনা দেন এবং এলাকাবাসীর নেওয়া উদ্যোগের প্রশাংসা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …