প্রচ্ছদ / প্রচ্ছদ / করোনা মোকাবেলায় হেলডস্ ইয়ুথ ফোরামের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে

করোনা মোকাবেলায় হেলডস্ ইয়ুথ ফোরামের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে

মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি :-

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে করেছে হেলডস্ ইয়ুথ ফোরামের সেচ্ছাসেবকরা। করোনা বিস্তার রোধে এলাকার রাস্তাঘাট, বাড়ির আঙ্গিনা এবং মসজিদে জীবাণুনাশক স্প্রে করা হয় বলে জানান কর্ম পরিচালক আনিসুজ্জামান নয়ন। রোববার বিকেলে আনিসুজ্জামান নয়ন’র নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল সর্বমোট ৪ টি স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে কার্যক্রম পরিচালনা করে। তাদের কার্যক্রম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “উপজেলা প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাজের অংশ হিসেবে আমরা এই উদ্যোগ গ্রহণ করি। আমাদের ফোরাম থেকে ইতিমধ্যে অনেক এলাকা সেচ্ছা লকডাউনের আওতায় এসেছে। আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবো।”

করোনা মহামারি ঠেকাতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেচ্ছায় কাজে অংশ নিয়ে ইতিমধ্যেই সংগঠনটি সুনাম অর্জন করেছে। বর্তমানে উপজেলার প্রতিটি ইউনিয়নে তাদের শাখা সংগঠনের মাধ্যমে কর্ম পরিচালিত হচ্ছে বলে জানান কেন্দ্রীয় কমিটির সভাপতি তাসফিক হক নাফিও। তাদের ফোরামের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি সিএন নিউজকে জানান, “আমরা মনে করি যে করোনাভাইরাস মোকাবেলার একমাত্র হাতিয়ার হলো সচেতনতা। তাই সচেতনতাকে অধিক গুরুত্ব দিয়ে প্রশাসনকে যথা সম্ভব সহযোগিতা করছি এবং যতদিন পর্যন্ত করোনা সম্পূর্ণ নির্মূল না হবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য পৌরসভার ৮নং ওয়ার্ডটি আনিসুজ্জামান নয়ন’র নেতৃত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও হেলডস্ ইয়ুথ ফোরাম সভাপতি তাসফিক হক নাফিও’র উপস্থিতিতে ইতিপূর্বে সেচ্ছা লকডাউন ঘোষণা করা হয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …