প্রচ্ছদ / প্রচ্ছদ / করোনা যুদ্ধে ফুলপুরের পঞ্চপাণ্ডব

করোনা যুদ্ধে ফুলপুরের পঞ্চপাণ্ডব

মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি:

পৌরানিক গ্রন্থে মহাভারত-এর যুদ্ধে ধর্ম অার ন্যায়ের পক্ষে পরাক্রমশালী পাঁচ যুদ্ধা মহারাজ পান্ডুর পুত্র যুধিষ্ঠির, ভিম, অর্জুন, নকূল এবং সহদেব। মহামানবদের এই পরাক্রম যুদ্ধ পৌরাণিক কাহিনি হলেও তাদের আদর্শ বর্তমান।

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় করোনাভাইরাস মহামারিতে জাতির ক্রান্তিকালে কর্মহীন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ও করোনা মোকাবেলায় দিনরাত কাজ করছে ‘ফুলপুরের পঞ্চপাণ্ডব’। করোনাভাইরাসের প্রভাবে সারা বিশ্ব যখন নিস্তব্ধত ঠিক তখন এ মহামারির বিরুদ্ধে জাতির সংগ্রামের সারথি হলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশিদুজ্জামান খান, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমারত হোসেন গাজী, অাবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রানেশ চন্দ্র পন্ডিত এবং স্বেচ্ছাসেবক নেতা তাসফিক হক নাফিও। তাঁরা দিনরাত কাজ করছেন উপজেলাকে করোনার হাত থেকে রক্ষা করতে এবং লকডাউনে কর্মহারাদের সাহায্য সহযোগিতা করতে। মানুষের সেবায় দিনরাত ছুটে চলছেন পৌর শহরসহ উপজেলার আনাচেকানাচে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং ওসি ইমারত হোসেন গাজীর সুদক্ষ নেতৃত্বে নিশ্চিত করা হয়েছে লকডাউন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দিনরাত মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লকডাউনে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে পুলিশ। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে এবং নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ করা নিশ্চিত করতে নিয়মিত চলছে বাজার মনিটরিং। বহিরাগতদের ১৪ দিন হোম কোয়ারেন্টিন থাকতে বাধ্য করা হচ্ছে। এমনকি প্রকৃত অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, জনগণকে করোনাভাইস সম্পর্কে সচেতন করাসহ সকল বিষয়ে সমন্বয় করে কাজ করছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে করোনা যুদ্ধের সম্মুখ যোদ্ধারা হলেন স্বাস্থ্যকর্মী। যারা নিজের জীবনের ঝুঁকি নিয়েই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে তাদের সেবা দিয়ে থাকেন। ফলে তাদের অনেকেই আক্রান্তও হয়েছেন।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও অাবাসিক চিকিৎসা কর্মকর্তার সার্বিক নির্দেশনায় জাতির ক্রান্তিলগ্নে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু করা হয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা। এতে করে সাধারণ রোগের চিকিৎসা পেতে মানুষকে হাসপাতালে আসতে হচ্ছে না। অন্যদিকে করোনা আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে এমন সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে ময়মনসিংহ পিসিআর ল্যাবে। বিশেষ ব্যবস্থায় আক্রান্তদের পাঠানোর হচ্ছে আইসোলেশনে।

বরাবরের মতো এবারও জাতির সেবায় মাঠে আছে হেলডস্ ওপেন স্কাউট গ্রুপ সম্পাদক তাসফিক হক নাফিও। তাঁর নেতৃত্বে ফুলপুরের স্কাউটরা সেচ্ছাসেবা দিচ্ছে সাধারণ মানুষকে। করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে, সচেতন হতে উদ্ভুদ্ধ করছে গ্রামের সাধারণ মানুষদের। উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাইকিং এবং লিফলেট বিতরণ করেছে। রাতের আঁধারে গরীব, অসহায় ও মধ্যবিত্তদের ঘরে পৌঁছে দিচ্ছে উপহার সামগ্রী।

যুগান্তকারী পদক্ষেপ এবং সকলের নিরলস প্রচেষ্টায় উপজেলার সার্বিক পরিস্থিতি অনেকটাই ভালোর সারিতে। বলা যায়, করোনা মোকাবেলায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা বর্তমান বাংলাদেশের জন্য মডেল। ফুলপুরের করোনা ইতিহাস লিখতে গেলে এর বৃহৎ অংশ জুড়েই লিখতে হবে এই পঞ্চপাণ্ডবদের নিয়ে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় প্রতিনিধিদের পাশাপাশি শুরু থেকেই অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন এই পাঁচজন মানবিক যুদ্ধা। যুগের পর যুগ ধরে এমন পঞ্চপাণ্ডবদের নিরলস প্রচেষ্টায় এগিয়ে যাবে বিশ্ব। করোনা যুদ্ধে জয় হবে মানবজাতীর।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …