নিজস্ব প্রতিবেদকঃঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি করোনা ভাইরাস (covid-19) এর ব্যাপক সংক্রমন রোধে সারাদেশ ব্যাপী মহামারী Disinfection নামে একটি কার্যক্রম শুরু করেছে যার মাধ্যমে সারাদেশের সরকারী সকল হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ অফিস, বিমানবন্দর গুলোকে জীবানুমুক্ত করার জন্য জীবানুনাষক স্প্রে করা হয়। সেই কার্যক্রমের অংশ হিসেবে রেড ক্রিসেন্ট কুমিল্লা জেলা ইউনিটের উদ্যোগে জেনারেল হসপিটাল কুমিল্লায় যুব রেড ক্রিসেন্টের সদস্যরা জীবানুমুক্ত করতে হাসপাতালের ওয়ার্ড, আঙ্গীনা, ড্রেন গুলোতে জীবানুনাষক স্প্রে করে।
সেই সময় উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা.মো.নেয়াতুজ্জামান টুটুল,রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার জানে আলম এবং যুব প্রধান আমির হামজা মজুমদার।রেড ক্রিসেন্ট যুব প্রধান আমির হামজা মজুমদার বলেন,”রেড ক্রিসেন্ট সোসাইটি একটি সরকারি সহযোগী সংস্থা হিসেবে দেশের দূর্যোগে যেমন সাড়া প্রদান করে আসছে বর্তমান এই মহামারীতে ঠিক তেমনি ভাবে কাজ করে যাচ্ছে।সারা দেশে রেড ক্রিসেন্টের ৬৪ জেলায় ৬৮ টি ইউনিট আছে এবং সেই ইউনিটের সেচ্ছাসেবকগন একই সাথে নিজের জীবন বাজী রেখে পারিশ্রমিক ব্যতীত
মাঠে নেমে পরছে যাতে জনসাধারণকে সচেতন করা যায় এবং করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমন রোধ করা যায়।
”রেড ক্রিসেন্ট সোসাইটি ১৯৭৩ সালে রাষ্ট্রপতি পি.ও ২৬ অধ্যাদেশ জারি করেন।এই আদেশের বলে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সাল থেকে ‘বাংলাদেশ রেডক্রস সোসাইটি’ স্বীকৃতি লাভ করে। এরপর, ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর রেডক্রসের ২২তম আন্তর্জাতিক সম্মেলনে তেহরানে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি আন্তর্জাতিকভাবে পূর্ণ স্বীকৃতি লাভ করে।বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি)ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট একটি সদস্য।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: free sex dating app
Pingback: play Book of Ra
Pingback: ไซด์ไลน์
Pingback: Giffarine
Pingback: Model Spoor Club