ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) করোনা ভাইরাস সচেতনতায় বিদেশি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকালে প্রশাসন ভবনের সভাকক্ষে বিদেশি শিক্ষার্থীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এফেয়ার্স সেল এর পরিচালক অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ সঞ্চালনায় সচেতনতামূলক বক্তব্য ও দিকনির্দেশনা দেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সেলিম তোহা, প্রধান মেডিকেল অফিসার ডা.নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. নাছির উদ্দীন। এসময় বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: gra na automatach
Pingback: order firewood
Pingback: จำนำรถกรุงเทพ