প্রচ্ছদ / প্রচ্ছদ / কর্মহীনদের মাঝে জবি ছাত্রদলের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

কর্মহীনদের মাঝে জবি ছাত্রদলের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

জবি প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের জন্য চলা লকডাউনে কর্মহীন হয়ে পড়া দুইশত অসহায় মানুষদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও ক্যাম্পাসের আশপাশের অসহায় প্রায় দুইশো মানুষের মাঝে জবি শাখা ছাত্রদলের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম বলেন, দেশের এই ক্রান্তিকালে বেশির ভাগ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই আমাদের মানবিক নেতা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে “মানুষ মানুষের জন্য” স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং অন্যান্য অসহায় মানুষদের মাঝে প্রায় দুইশত প্যাকেট ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করেছি। এই কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে ইনশাহ্আল্লাহ।

উক্ত খাদ্যসামগ্রী বিতরণকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, করোনাভাইরাসের কারণে সরকারের অঘোষিত লকডাউনের ফলে কর্মহীন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর জন্য ছাত্রদল ঘোষণা দিয়েছে। তার-ই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশে কর্মহীন, গরীব, দুস্থ মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী উপহার দিয়েছি। এই পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ, ওমর ফারুক কাওসার, সাজিদ হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কে এম সাখাওয়াত হোসেন প্রমুখ।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …