প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে তানভীর-সোহাগ

কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে তানভীর-সোহাগ

কুবি প্রতিনিধিঃ-

বাংলাদেশ তরুন কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মতিক্রমে বাংলাদেশ তরুন কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জাহানুর আলম ও সাধারণ সম্পাদক নাজমুন আরা শামীমা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই কমিটিতে আহবায়ক পদে তানভীর আহমেদ রাসেল ও সদস্য সচিব পদে সোহাগ মনিকে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচত হয়েছে শিহাব উদ্দিন, জান্নাতুল ফেরদৌস,এমদাদুল এইচ সরকার, মাহমুদা তাহিরা,সবুজ আহমেদ, মনিরুল হক, আল আমিন হোসেন ও তাজুল ইসলাম। উক্ত কমিটির সমন্বয় হিসেবে নির্বাচিত হয়েছেন ওসমান গণি শুভ।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ তরুন কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটি বহাল থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।

কেন্দ্রীয় কলাম লেখক ফোরামের সভাপতি জাহানুর ইসলাম জানান, ” কুবিতে এর কার্যক্রমের মাধ্যমে লেখালেখির জাগরণ সৃষ্টি হবে, এখান থেকেই আগামীর সম্ভাবনাময় লেখক বের হয়ে আসবে “।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

২ মন্তব্য