প্রচ্ছদ / আমাদের পরিবার / কামলার আবার দিবস? শারমিন ইতি

কামলার আবার দিবস? শারমিন ইতি

সিএন নিউজ২৪.কম ।

কামলার আবার দিবস?
শারমিন ইতি

আজকে নাকি শ্রমিক দিবস
জানিস কি রে বোকা
এসব শুনে শুনে তোরা কতই খাবি ধোকা?

আমাদের আর দিবস কি ভাই?

সকাল হতে রাত অবদী একমুঠো খাবারের সন্ধ্যানে ছুটে যাই মানুষের পায়ের কাছে,
এক দোর থেকে অন্য দোরে ছুটে বেড়াই এক চিমটি সুখের নেশায়।

শিশু কিশোর যুবক বৃদ্ধ সময়ের গন্ডি
এরই মাঝে পেরিয়ে যায় ঘর্মাক্ত শরীরের দূর্গন্ধের সাথে।

আমরা কাজ করে যাই
নিজের জন্য
পরিবারের জন্য
সমাজের জন্য এমনকি আমাদের শরীরের ঘাম বের হয় দেশের জন্য ও।

কিন্তু বিনময়ে কি পাই?
দিনশেষে আমরা শ্রমিক শ্রমিকই রয়ে যাই।

আমলা কামলা উপাধীর খোলসে একদিন আসে আমাদের দিবসে ভর করে….

কি হয় তাতে?.
আমাদের শ্রমের কদর করা হয় কি?.
আমাদের জীবনমান বদলায় কি?
নাকি হয় আমাদের শ্রমের অবসানে স্বজনপ্রীতি?
কিচ্ছু না
বেলাশেষে তুমি রাজা
আর আমি নিতান্তই পায়ের কাছের নিঃস্ব প্রজা।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৪ মন্তব্য

  1. Pingback: ยอย

  2. Pingback: ล้างแอร์

  3. Pingback: 789

  4. Pingback: на nomadkazino.7kontinent.kz