প্রচ্ছদ / প্রচ্ছদ / কামারখন্দের বাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

কামারখন্দের বাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

আব্দুল্লাহ আল মারুফ সিরাজগঞ্জঃ

কামারখন্দ উপজেলার বাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে শিক্ষাথীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারী) সকালে প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসবের উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআব্দুল মোমিন । এ উৎসব চলে বুধবার দুপুর পর্যন্ত। এ বই উৎসবের সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃআমিনুল ইসলাম, সহকারী শিক্ষিকা মোছাঃ আমিনা খাতুন, তাহমিনা খাতুন,

ম্যানেজিং কমেটির সদস্য মোঃ আক্তার হোসেন এবং মোঃ মকবুল হোসেন।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মোমিন জানান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনামূল্যে বই দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানাই। এরপর তিনি অত্র বিদ্যালয়ের পিএসসি ফলাফলের কথা উল্লেখ্য করে বলেন এবার আমাদের পিএসসি পরিক্ষায় মোট ১০ টি জিপিএ ৫ পেয়েছে। আর আশা করি আগামীতে আরো ভালো করবে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …