সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো বিপাকে পড়েছে। ফলে অনেক কষ্টে জীবমযাপন করছেন তারা। তাদের কষ্টের সময় পাশে এসে দাঁড়িয়েছেন ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টি এম মোস্তফা জয়।
নিজ অর্থায়নে ফোন করা মাত্র ভদ্রঘাট ইউনিয়নের নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি।
টি. এম. মোস্তফা জানান, আমি অসহায়দের জন্য কাজ করে যাচ্ছি। ফোন করলেই পৌঁছে যাচ্ছে খাদ্য।
আজ শনিবার ১২০টি পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। করোনার প্রকোপে মানুষের বাইরে বের হওয়ার প্রয়োজন নেই। এ ভাইরাস শেষ না হওয়া পর্যন্ত অসহায়দের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দেব। এছাড়া করোনা ভাইরাস শেষ না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলতে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগেরসভাপতি মোঃ মনিরুল ইসলাম, মোঃ আবির হোসেন প্রমু্খ।
Though there are many distinct ways on how you can proofread your written work, the ideal approach is to https://www.affordable-papers.net/ ask someone who is a professor for his or her opinion.
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে