আব্দুল্লাহ আল মারুফ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এনডিপির ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজনে এবং পিকেএসএফ এর সহযোগিতায়
সোমবার (৩০ডিসেম্বর) বেলা সাড়ে দশটায় উপজেলার মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাটমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলায় সদর-কামারখন্দ উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহন করে। এ খেলা পরিচালনা করেন মাধ্যমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, জহুরুল ইসলাম, সেলিম হোসেন এবং আবুল কালাম আজাদ।
এ সময় মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনডিপির পরিচালক মো.শাহ্ আজাদ ইকবাল (কর্মসূচি), উপজেলার একাডেমি সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল, উপজেলার ক্রীড়া সংস্থার সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রোগ্রাম অফিসার এনডিপি সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি মো.ফজল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: pc build india hyderabad
Pingback: altogel
Pingback: อ่านมันฮวา
Pingback: Your Domain Name
Pingback: แชมพูลดผมร่วง