প্রচ্ছদ / প্রচ্ছদ / কামারখন্দে কৃষিতে সময় ও খরচ কমাতে কম্বাইন হারভেষ্টার হস্তান্তর

কামারখন্দে কৃষিতে সময় ও খরচ কমাতে কম্বাইন হারভেষ্টার হস্তান্তর

আব্দুল্লাহ আল মারুফ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে কৃষিতে সময় ও খরচ কমাতে উচ্চমান সম্পন্ন কম্বাইন হারভেষ্টার হস্তান্তর করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার (২২ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে সরকারি কৃষি উন্নয়ন সহায়তার ২০১৯-২০ অর্থ বছরের আওতায় ৫০ ভাগ ভর্তুতিকে উপজেলার ছোট ধোপাকান্দি গ্রামের মনিরুল ইসলামের কাছে কম্বাইন হারভেষ্টার হস্তান্তর করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৫০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকের মাঝে কম্বাইন হারভেষ্টার বিতরণ করছে। মনিরুলকে আমরা যে কম্বাইন হারভেষ্টার হস্তান্তর করেছি তার বাজার মূল্য ২৭ লক্ষ ৫০ হাজার টাকা। এই যন্ত্রটি ব্যবহারে একদিকে খরচ কমবে অন্যদিকে সময় সাশ্রয়ী হবে।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …