প্রচ্ছদ / রাজশাহী / কামারখন্দে বারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

কামারখন্দে বারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

আব্দুল্লাহ আল মারুফ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০২জানুয়ারি) সাড়ে ১২টায় উপজেলার বারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে বারাকান্দি উত্তরা তরুণ সংঘ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিনের সভাপতিত্বে অতিথি ছিলেন মোঃআক্তার হোসেন মুন্সি, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম, সহকারী শিক্ষিকা মোছা. আমিনা খাতুন, তাহমিনা খাতুন, উত্তরা তরুণ সংঘের সভাপতি আরিফুল ইসলাম জয় মোঃ সিহাব উদ্দিন, জাকারিয়া, মেহেদী, রাসেল, রবিন একরামুল, মাসুম রিপন, নাইম শরীফ ও ইয়াকুব।

জানা গেছে, পিএসসি পরিক্ষায় ৩৫ জন পরীক্ষায় অংশ্রহণ করে শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়েছেন ১০ জন শিক্ষার্থী। এবং ১৩ জন কৃতি শিক্ষার্থীদেরকে স্কুল সামগ্রিক উপহার দেওয়া হয়। এছাড়াও উপজেলার একমাত্র জে ডি এম সরকারি উচ্চ বিদ্যালয়ে ৫ শিক্ষার্থী মেধা তালিকায় ভর্তির সুযোগ পেয়েছেন।

এছাড়াও চেক করুন

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে তারেক জিয়ার জন্মদিন পালন

ডেস্ক রিপোর্টঃ তারেক রহমানের ৫৬ তম জম্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দিন …