নিজস্ব সংবাদদাতা:-
নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নে কাশিপুর সমাজ কল্যাণ পরিষদ আনুষ্ঠানিক ভাবে কেক কেটে শুভ উদ্বোধন করেন সংগঠনটির প্রধান উদ্যোক্তা সোহেল রানা ইউসুফ।
“সমাজ পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ” এ স্লোগান বুকে ধারণ করেই অনুষ্ঠান সঞ্চালন করেন, সুমন, নাজমুল, আশিক।
এছাড়াও উপস্থিত ছিলেন মোবারক হোসেন সোহাগ ( দুবাই), সাইফুল ইসলাম ( ঢাকা), আবুল হোসেন (দুবাই), আলাউদ্দিন ( ঢাকা), শাখাওয়াত হোসেন শিমুল, মাজহারুল ইসলাম মাসুদ, বেলাল হোসেন পলাশ, আরিয়ান রহমান আনাছ, রাশেদুল ইসলাম, শাহাদাত খান, হাফেজ খালেদ খান, আলাউদ্দিন, হাছান ফারাবি, আরিয়ান জামাল, নেজাম উদ্দিন, আরহান আরিফ, মোবারক হোসেন, সাব্বির হোসেন, হাফেজ জোবায়ের সহ প্রমুখ।
প্রবাস থেকে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন – শাহিদুর রহমান কিরণ (সৌদি), নজরুল খান ( লন্ডন) আব্দুল্লাহ মামুন (সৌদি), আলমগীর হোসেন ( বাহরাইন), রুবেল খান ( বাহরাইন), খলিলুর রহমান ( দুবাই), আবু ইউসুফ ( বাহরাইন), সুজন (সৌদি ), নেজাম উদ্দিন ( সৌদি), প্রিন্স ফারুক ( সৌদি), প্রিন্স রকি (সৌদি), সাইফুল ইসলাম ( দুবাই), জহিরুল ইসলাম মনসুর ( দুবাই), ওমর ফারুক ( বাহরাইন) সহ প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে