প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / কাশিপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কাশিপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতাঃ-

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের কাশিপুর সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে ১০০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কাশিপুর সমাজ কল্যাণ পরিষদের প্রধান উদোক্তা সোহেল রানা ইউসুফ’র সভাপতিত্বে সুমন আশিক নাজমুলের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ সমাজ সেবক হাজী শফিকুর রহমান, হাজী কালা মিয়া , হাজী আনা মিয়া, সোয়াব মিয়া, মতিন মিয়া, সিরাজুল ইসলাম।

সংগঠনের উপদেষ্টা ও নেতৃবৃন্দরা ভিডিও কনফারেন্সে সহ সরাসরি উপস্থিত ছিলেন, আব্দুল কাদের ( সৌদি), ইমাম হোসেন ইমন ( বাহরাইন), শাহনেওয়াজ উল্যাহ, বেলায়েত হোসেন বেলাল ( ঢাকা), আরবের রহমান ( সৌদি), হাজী হারুনুর রশিদ ( সাবেক সৌদি), আব্দুল হোক ( চট্রগ্রাম), খোকন মিয়া ( চট্রগ্রাম)।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ওসমান ( ওমান), রাশেদুল ইসলাম, খলিলুর রহমান ( দুবাই), শাহাদাত হোসেন, নেজাম উদ্দিন, শাহাদাত খান, সাব্বির আহমেদ, মাজারুল ইসলাম মাসুদ, হাছান ফারাবী, আব্দুল জলিল ( সৌদি), মোবারক হোসেন সোহাগ ( দুবাই), সাইফুল ইসলাম ( ঢাকা), শাহিদুর রহমান কিরণ ( সৌদি), নজরুল ইসলাম ( লন্ডন), আব্দুল্লাহ মামুন ( সৌদি), ওমর ফারুক ( বাহরাইন), আবুল হোসেন ( দুবাই), ফরকান মিয়া ( দুবাই), শাখাওয়াত হোসেন শিমুল ( ঢাকা), আলাউদ্দিন ( চট্টগ্রাম), আব্দুল মামুন (ওমান), সুজন মিয়া ( সৌদি), শাখাওয়াত হোসেন ( বাহরাইন), আবু ইউসুফ ( বাহরাইন), প্রিন্স ফারুক (সৌদি), খলিলুর রহমান ( দুবাই), নেজাম উদ্দিন ( সৌদি), আলমগীর হোসেন ( বাহরাইন), আব্দুল কাদের ( বাহরাইন), আরহান আরিফ, আরিয়ান রহমান আনাছ, বেলাল হোসেন পলাশ, হাফেজ খালিদ খান, রুবেল খান(বাহরাইন), মানিক হোসেন ( দুবাই), আলাউদ্দিন ( ঢাকা), মাইন উদ্দিন ( দুবাই), মাইন উদ্দিন ( সৌদি), মিজান খান ( সৌদি), মহিন উদ্দিন ( দুবাই), প্রিন্স রকি ( সৌদি), সাদ্দাম (দুবাই), এস কে শিমুল ( বাহরাইন), সোহেল খান ( দুবাই), জহিরুল ইসলাম মনসুর ( দুবাই), সাইফুল ইসলাম রিয়াজ ( দুবাই), সাদ্দাম প্রমুখ।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …