আফজাল হোসাইন মিয়াজী।।
নাঙ্গলকোট, কুমিল্লা।
মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী-সমৃদ্ধ দেশ গড়ি এ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুর ও ভূমি অফিস সংলগ্ন পুকুরে এই মাছের পোনা অবমুক্ত করা হয় ।
মাছের পোনা অবমুক্ত করেন চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক এস এম মহিববুল্লাহ ও উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল । এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা দেওয়ান নাজমুল হুদা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় পাল, অফিস সহকারী নুরুল আমিন প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: horren kiepraam
Pingback: Thermage ราคา
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: แบคดรอปผ้า