মুহিব্বুল্লাহ আল-হুসাইনী:
গত ০৬-ই- অক্টোবর ২০১৯ কুমিল্লা টাউনহল অডিটোরিয়ামে সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর নাট্য সংগঠন কর্তৃক রবীন্দ্রনাথ ঠাকুর এর “ছুটি” কবিতার অবলম্বনে “ছুটি” নাটক মঞ্চস্থ করা হয়।
এসময় কুমিল্লার নাট্যসংগঠন সংলাপের আয়োজনে উক্ত সংগঠনের পরিচালক শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক
মো আবুল ফজল মীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম রোকসানা ফেরদৌস মজুমদার, কথাসাহিত্যিক ও নাট্যকার এহ্তেশাম হায়দার চৌধুরী প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: situs toto
Pingback: เน็ต ais
Pingback: sweetbonanzaslot.com.tr
Pingback: Ulthera