সিএন নিউজ অনলাইন ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে বৃহস্পতিবার রাতে কাভার্ড ভ্যান থেকে আলমগীর হোসেন নামে এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলমগীর লক্ষ্মীপুরের কমলনগর গ্রামের নসু মিয়ার ছেলে।
তার স্বজনরা জানান, বুধবার বিকালে চালক আলমগীর ঢাকা থেকে কাভার্ড ভ্যানে করে টাইলস নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ যাচ্ছিল। ওই দিন রাত থেকে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সড়কে নিমসার বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বুড়িচং থানা পুলিশ কাভার্ডভ্যানটির চালকের আসনের পেছনের সিট থেকে রক্তাক্ত লাশটি উদ্ধার করে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। সূত্র : ইউএনবি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: รับจด อย
Pingback: เด็กเอ็น
Pingback: เว็บ บอล ไม่มี ขั้นต่ำ ที่ LSM99
Pingback: เกิดอะไรกับ Gold Lotto
Pingback: อ่านมันฮวา
Pingback: หนองใน