আব্দুর রাজ্জাক- সিএন নিউজ প্রতিনিধি:
করোনা যুদ্ধে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে স্বেচ্ছাসেবী করোনায় আক্রান্ত।
কুমিল্লার লাকসামে সেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অফ হিউমিনিটি অর্গানাইজেশন এর দপ্তর সম্পাদক রাকিবুল হাসান শান্ত করোনায় আক্রান্ত হয়েছেন। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে এই তথ্য জানা যায় ।
কোভিড-১৯ পরিস্থিতিতে সারা দেশ যখন লকডাউনে, সবাই যখন হোম কোয়ারান্টাইনে তখন তিনি স্বেচ্ছায় রক্তদান, ত্রান বিতরণ, সুরক্ষারেখা স্থাপন, জীবাণুনাশক স্প্রে, ধান কাটা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে নিয়োজিত ছিলেন।
উল্ল্যেখ্য সে প্রতিদিন অসহায় রোগীদের রক্তের ব্যবস্থা করে দিতে বিভিন্ন হসপিটালে ছুটে বেড়াত। বর্তমানে সে সুস্থ আছে। তিনি সকলে কাছে দোয়া চেয়েছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

One comment
Pingback: check it out