আল্ আমিন শাহেদঃ
সারা বাংলাদেশের B POSITIVE রক্তের গ্রুপ বন্ধুদের মিলন মেলার আয়োজন করা হয়। সকল যুদ্ধাদের সাথে অনলাইন ভিক্তিক একটি ফেইজবুক গ্রুপের মাধ্যমে আর এইচ রাজিব, মোঃআল আমিন, এসএম দেলোয়ার, তাহমিনা প্রিয়া যোগাযোগ করেন ও ১৩ মার্চ ২০২০ এ কুমিল্লা ফান টাউন এ মিলন মেলার আয়োজন করেন। সকাল ১১ টায় শাহনাজ সন্ধ্যা ও তাহমিনা প্রিয়া উপস্থাপনায় অনুষ্ঠান শুরু করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আসাদুল হাসান ৬০ তম রক্ত ডোনেট,জেসমিন জেমি, রাকিবুল ইসলাম শান্ত ও সাইফুল ইসলাম রাজু। সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন তাইমুন, রাকিব,রহুলওল্লাহ, এমরান, হযরত আলী, সাল্লাউদ্দিন সভাপতি অগ্রদুত সামাজিক সংগঠনও নাছির।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ইন্জিনিয়ার মোঃ জাকির হোসেন মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক ড্রিম হাউজ ডেভোলেপার কোম্পানী লিঃ, বিশেষ অতিথী হিসাবে উপস্হিত ছিলেন ইফতিকার হোসেন, জিএম ফান টাউন কুমিল্লা, অারো ছিলেন লাকি মজুমদার – আইনজীবি ও উপদেষ্টা সেবা সেচ্ছাসেবী সংগঠন, এফ ডি হেলাল বিজিবি, নীলফামারী, কাজী মাসুদ রানা দপ্তর সম্পাদক লালমাই প্রেস ক্লাব, মহিউদ্দিন আকাশ, সম্পাদক আকাশ টিভি২৪ ও রিপোর্টার দৈনিক আমাদের কুমিল্লা ও আল্ আমিন শাহেদ দৈনিক দেশকাল।
উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা হতে বি পজেটিভ রক্তের বন্ধুরা একত্রিত হন ও হাতে হাত রেখে রক্ত দিয়ে সবাইকে সহযোগিতা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। সবাই বলেন সবাইকে রক্ত দেওয়ার জন্য আগ্রহ তৈরী করাবেন এবং সবার পাশে থাকবেন।
৬০ তম রক্ত ডোনেন্ট আসাদুল হাসান ও ৫৮ তম রক্ত ডোনেন্ট ইখতেয়ার হোসেন রুবেল, ১৬ তম ডোনেট কাজী মাসুদ রানা, উদ্যেগতা হিসাবে রাজিব, আল্ আমিন, তাহমিনা প্রিয়া ও দেলোয়ার হোসেন সবাইকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। পরিশেষে রক্তের বন্ধুরা গান পরিবেশন করেন ও মোবাইলে সেলফি তুলে সবাই আনন্দ উল্লাস করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
