নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। অাজ রোববার দুপুরে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন কাজল হোসেন (২৫) তিনি বিজয়পুর ইউপি ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের মো. সাদেক মিয়ার ছেল, মো. সজল (২৫) একই ইউপি ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও উপজেলার লালমতি গ্রামের হুমায়ন কবির মেম্বারের ছেলে, এবং শাহিন অালম (২৬) ওই ইউনিয়নের ছাত্রলীগের সদস্য ও লালমতি গ্রামের মো. আবদুল লতিফের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেলযোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ থেকে ছাত্রলীগের ওই তিন নেতা খাওয়ার খেতে নুরজাহান হোটেলে যাচ্ছিলেন। এ সময় নুরজাহান হোটেলে যাত্রা বিরতি শেষে শ্যামলী পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে দ্রুতগতিতে উল্টো পথে উঠার সময় মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিন জন ছাত্রলীগ নেতা নিহত হন। তাৎক্ষণিকভাবে হাইওয়ে পুলিশ ওই বাস এবং চালককে আটক করেছে।
সদর দক্ষিণ থানার এসআই খাদেমুল বাহার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: try to play Aviator
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: รับปริ้น 3d
Pingback: mawinbet
Pingback: Sweet Bonanza