আব্দুর রহিম বাবলু।
কুমিল্লায় পত্রিকা অফিসে কাজ শেষে বাসায় ফেরার পথে, সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত সংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরী কি বিচার পাবেন? ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার কুমিল্লায় কর্মরত স্টাফ রিপোর্টার ও কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরীকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করার ঘটনার ১০ দিনেও সন্ত্রাসীরা গ্রেফতার হয়নি।
জানা যায়,তিনি গত ৭ মার্চ রাতে অফিসে কাজ শেষে বাসায় ফেরার পথে, রাত আনুমানিক সোয়া ১০ টায় কুমিল্লা মহানগরীর টমসমব্রীজ এলাকায় একদল সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। এঘটনায় আহত সাংবাদিকের ছোট ভাই কোতয়ালী মডেল থানায় দু’জনের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাত আসামী উল্লেখ করে একটি মামলা রুজু করেন।
ঘটনার ১০ দিন পার হলেও হামলায় জড়িত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। অবিলম্বে সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরীর ওপর নৃশংস হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: เว็บพนันออนไลน์เกาหลี
Pingback: บทความ alphabetplay88
Pingback: บุหรี่นอก
Pingback: แทงบอลเว็บตรง
Pingback: เช็คสลิปโอนเงิน