প্রচ্ছদ / চট্টগ্রাম বিভাগ / কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের জয়ধ্বনি

কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের জয়ধ্বনি

সিএন নিউজ নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১২মার্চ) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এড.শামসুর রহমান ফারুক আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষনা করেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১৭টি পদের বিপরীতে সভাপতি,দুই সহ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়লাভ করেছে। অপরদিকে, আওয়ামীলীগ সমর্থিত কুমিল্লা জেলা সম্মিলিত আইনজীবী পরিষদ ৫টি পদে জয় লাভ করেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার নির্বাচন সম্পন্ন হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলে।

১৭টি পদের বিপরীতে এবার বিএনপি জামায়াত সমর্থিত একটি ও আওয়ামীলীগ সমর্থিত দুটি প্যানেলসহ মোট ৫৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন। মোট এক হাজার ৮৩ জন ভোটারের মধ্যে এবার এক হাজার ২৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ভোগ গননা শুরু হয়ে একটানা শুক্রবার দুপুর পর্যন্ত ভোট গননা চলে।

বিএনপি সমর্থিত বিজয়ী আইনজীবী নেতৃবৃন্দ হলেন, সভাপতি পদে সভাপতি পদে অ্যাড. মো. শরীফুল ইসলাম, সহ সভাপতি পদে অ্যাড. আব্দুল বারী ও অ্যাড. ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. সহিদ উল্লাহ্, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. আল-মাহমুদ সাগর, ট্রেজারার পদে অ্যাড. মো. ইফতেখার হোসেন, লাইব্রেরি সেক্রেটারি পদে অ্যাড. মো. তারিকুল ইসলাম মজুমদার (তারেক) ও রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে অ্যাড. মো. মোহাম্মদ বিল্লাল হোসাইন ভূঁইয়া ।

এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন, অ্যাড. মো. এ, কে, এম হাছানুল হক, অ্যাড. এ.এস.এম সাইফুল ইসলাম, অ্যাড. ফারহানা সেলিম, ও অ্যাড. সাহিদা বেগম।
আওয়ামীলীগ সমর্থিত বিজয়ী আইনজীবী নেতৃবৃন্দ হলেন, এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্নিচার সেক্রেটারি পদে অ্যাড. নবেন্দু বিকাশ দোলন, সহকারী এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্নিচার সেক্রেটারি পদে অ্যাড. তাহমিনা মুজাহিদ এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন, অ্যাড. মো. কামাল হোসেন (মির্জা কামাল), অ্যাড. কৌশিক সরকার ও অ্যাড. তাহমিনা বেগম।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …