
এমডি শাহিন মজুমদার, নিজস্ব প্রতিবেদকঃ-
সৌদি আরবস্থ কুমিল্লা জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা আজগর আলী কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা ।
কুমিল্লা জেলা জাতীয়বাদী প্রবাসী ফোরামের পক্ষ থেকে আয়োজন করা হয় এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী ।
আয়োজিত অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন কুমিল্লা জেলা জাতীয়তাবাদি প্রবাসী ফোরামের সাধারন সম্পাদক সোহাগ মজুমদার । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জাতীয়তাবাদি প্রবাসী ফোরামের সম্মানিত সকল নেতৃবৃন্দ ও আমন্ত্রিত কয়েকজন অতিথি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Wegovy for weight loss for sale usa
Pingback: หนังใหม่พากย์ไทย
Pingback: สล็อตเว็บตรง
Pingback: เช็คสลิปโอนเงิน
Pingback: ปั้มไลค์