প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / কুমিল্লা জেলা প্রসাশক কার্যালয়ে হাইজিং কিট হস্তান্তর

কুমিল্লা জেলা প্রসাশক কার্যালয়ে হাইজিং কিট হস্তান্তর

সিএন নিউজ ডেস্ক:

কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ইউনিলিভার বাংলাদেশ ও ২০৩০ ওয়াটার রিসোর্স এর সহযোগিতায়, কুমিল্লার জেলা প্রশাসক এর কার্যালয়ে এডিসি জেনারেল মোহাম্মদ নুরুজ্জামানের নিকট ওয়াটার পিউরিপাই মেশিন, হ্যান্ড ওয়াশ, টয়লেট ক্লিনার ডোমেক্স,স্প্রে মেশিন,হেন্ড গ্লাবস,গামবুট,মাস্ক,হেন্ড গ্লাবস ও ক্লোরিন হস্তান্তর করেন কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি মোহাম্মদ হূমায়ূন কবীর।

এই সময় উপস্থিত ছিলেন ইউনিলিভারের এরিয়া মেনেজার এম আকবর হোসাইন,কুমিল্লা ইউনিট অফিসার জানে আলম,যুব প্রধান আমির হামজা মজুমদার,উপ যুবপ্রধান আরিফ হোসেন ও রেড ক্রিসেন্ট ভলোন্টিয়ারবৃন্দ

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …