সিএন নিউজ২৪.কম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাঙ্গলকোট উপজেলা শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, কুমিল্লা জেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে আজ শুক্রবার সাক্ষাত করেছেন।
এই সময় কুমিল্লা জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, সাধারন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া উপস্থিত ছিলেন।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহবায়ক নজির আহমদ ভূঁইয়া ও সদস্য সচিব আনোয়ার হোসেন ছোট নয়নের নেতৃত্বে দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: Pregonagropecuario — trade with trusted partners
Pingback: vox casino
Pingback: ซื้อเหล้าออนไลน์