প্রচ্ছদ / সারাদেশ / কুষ্টিয়ায় জন্মদিনে মদ পান করে ৪ জনের মৃত্যু,অসুস্থ ২

কুষ্টিয়ায় জন্মদিনে মদ পান করে ৪ জনের মৃত্যু,অসুস্থ ২

নিজস্ব প্রতিবেদকঃ
জন্মদিনের উৎসবে মদ পান করে বিকেএসপি’র এক ছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন জিহাদুর রহমান সাজিদ ও ফাহিম। এঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৪জন। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় আজ বৃহস্পতিবার দুপুরে মৃত কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে বিকেএসপি’র ছাত্র সাজিদের জন্মদিনের পার্টি চলাকালে বন্ধুরা মিলে এ্যালকোহল পান করে। এর কিছুক্ষণ পর সাজিদসহ অন্তত ৬জন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান সাজিদ। সন্ধায় মারা যান ফাহিম নামে আরো একজন।

হাসপাতাল ও পরিবার সুত্র জানিয়েছে, বিকেএসপির বাস্কেট বল টিমের খেলোয়াড় জিহাদুর রহমান সাজিদের জন্ম ছিল আজ। এ উপলক্ষে তার বন্ধু ও পরিচিতরা জন্ম দিনে শহরের কোর্ট ষ্টেশনের সামনে অবস্থিত রাফি হোমিও হল থেকে বিষাক্ত এলকোহল ক্রয় করে। পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে তারা মদ পান করে। এরপর বিকেলের দিকে তারা অসুস্থ হয়ে একে একে কুষ্টিয়া জেনারেল এসে ভর্তি হয়। এর মধ্যে সাজিদ ও ফাহিম মারা যায়। আর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে পাভেল (২৩), আতিকুল (২২), সরুজ (২২) ও শান্ত (২৩) নামের চার বন্ধু। হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান এ্যালকোহল জাতীয় পানীয় পান করে ৬জন হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় চার’জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন ২জনের অবস্থাও আশংকাজনক বলে জানান তিনি।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন,‘ রাফি হোমিও হল থেকে বন্ধুরা মিলে এলকোহল কিনেছিল। জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক রফিকুল ইসলামের একজনকে আটক করা হয়েছে।’

এছাড়াও চেক করুন

শতকরা ৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে …

৭ মন্তব্য