
নিজস্ব প্রতিবেদক,
কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলার অসহায়, তো দিন-মজুর, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ- আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের সাবেক সভাপতি এডভোকেট বিপ্লব হাসান পলাশ।
করোনা ভাইরাস সারাবিশ্বের মত বাংলাদেশেও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এ পর্যায়ে দীর্ঘদিন ধরেই মানুষের সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে, ফলে যারা অসহায়, দিনমজুর, খেটে খাওয়া মানুষ তাদের জীবিকা নির্বাহ করতে অনেক কষ্টকর হয়ে পড়েছে ।এমন পরিস্থিতিতে কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলার অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নিজ উপজেলা রৌমারী ও পার্শ্ববর্তী উপজেলা রাজিবপুর এর ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।এই ঈদ উপহার প্রত্যেকটি পরিবারের বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়। ঈদ উপহার প্রতিটি প্যাকেটে ছিলো চাল,ডাল, আলু, লাচ্ছি সেমাই, চিনি। তার পক্ষ থেকে তার স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামীলীগের নেতা কর্মীরা এ ঈদ উপহার বিতরণ করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে