প্রচ্ছদ / খুলনা / কৃষকের পাশে ছাত্রলীগ নেতা মাহাবুর

কৃষকের পাশে ছাত্রলীগ নেতা মাহাবুর

নড়াইল সংবাদদাতা ।

 

কৃষকদের ধান কেটে দেয়ার পর এবার মাড়াইয়ের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নড়াইল জেলা ছাত্রলীগ নেতা বি.এম মাহাবুর রহমান। জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বি.এম মাহাবুর রহমান কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা করছেন ধান মাড়াইয়ের কাজে।

জানা যায়, আজ শুক্রবার নড়াইল পৌরসভার ৪ নং ওয়ার্ড এলাকায় কৃষকদের ধান মাড়াইয়ের কাজে সহযোগিতা করতে নামেন এই ছাত্রলীগ নেতা। এর আগে ধান কাটার সময়ও তাঁকে কৃষকদের পাশে দেখা গিয়েছিল।

তিনি জানান, নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা ভাইয়ের আহ্বানে এবং নড়াইল জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম ও বিপ্লবী সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ ভাইয়ের নির্দেশে রোযা থেকে কৃষক ভাইদের ধান মাড়াইয়ের কাজে সহযোগিতায় নেমেছি আমি। আমি আমার কর্মীদের নিয়ে এই কর্মসূচি অব্যাহত রাখবো।

উল্লেখ্য যে, বি. এম মাহাবুর রহমান ২০১৬-২০১৮ সেশনে নড়াইল জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও একসময় তিনি পৌরসভার ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …