সাজেদুর আবেদিন শান্তঃ
কোচিং করতে যাওয়ার পথে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে ট্রাকের চাপায় সুমী আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এসময় শাহানাজ আক্তার (১৫) নামের আরো ১ছাত্রী আহত হয়। আহত শাহানাজ কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সুমী আক্তার উপজেলার করুনাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ও আহত শাহনাজ আক্তার কাটগড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে তারা নিজ নিজ বাইসাইকেলযোগে ছাইতানতলা বাজারে জ্যোতি কোচিং সেন্টারে যাবার সময় শাখামারা ব্রীজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমী আক্তার নিহত হয়। সে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভাদ্র গ্রামের আব্দুল গণির কন্যা। আহত শাহানাজ আক্তার একই গ্রামের শাহ-আলমের কন্যা।
করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এটিএম রুহুল আমীন ও সর্বনন্দা ইউপি চেয়ারম্যানের মো. মাহাবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

২ মন্তব্য
Pingback: Aviator
Pingback: How long to stay in okfuerteventura for vacation