প্রচ্ছদ / ধর্ম / কোরানের আলোকে খেঁজুরের পুষ্টিগুণ নিয়ে ইবিতে পিএইচডি সেমিনার

কোরানের আলোকে খেঁজুরের পুষ্টিগুণ নিয়ে ইবিতে পিএইচডি সেমিনার

নিজস্ব প্রতিবেদকঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে “কোরআনের আলোকে খেঁজুর ও এর পুষ্টিগুণ ” বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় অনুষদ ভবনের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

দা’ওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ফ.ম. আকবর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন গবেষণার তত্ত্ববধায়ক দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান।

আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. মোঃ আহসান উল্লাহ ও অধ্যাপক ড. মোঃ ইকবাল হোসেন।

সেমিনারের সুপারভাইজার ছিলেন দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান এবং কো-সুপারভাইজার ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সেলিম রেজা।

সেমিনারে কোরআনের আলোকে “খেঁজুর ও এর পুষ্টিগুণ” বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচডি গবেষক মোঃ হাবিবুর রহমান তালুকদার।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …