সিএন নিউজ২৪.কম।
বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রামের পটিয়া থানার, ৪নং কোলাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায়, উক্ত কমিটি গুলো বিলুপ্ত করে নতুন গত ০২ মার্চ ২০১৯ ইং তারিখে, আগামী তিন বছরের জন্য পটিয়া ৪নং কোলাগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ হারুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফরের আনুমোদনক্রমে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
নালন্দা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের মোহাম্মদ জসীম ঊদ্দীন খাঁন সভাপতি ও সাধারণ সম্পাদক আবু ছৈয়দ লালু।
কোলাগাঁও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের খুরশিদ আলম সভাপতি ও আবদুল ছবুর কে সাধারন সম্পাদক।
৩নং ওয়ার্ড আওয়ামীলীগের আবদুল গফুর সওদাগর সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমানত আলী।
লাখেরা ৪ নং ওয়ার্ডে আওয়ামীলীগের আব্দুল হাকিম সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।
চাপড়া ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের মোহাম্মদ আলী সওদাগর সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক।
চাপড়া ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী জসীম ঊদ্দীন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
চাপড়ি ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তৈয়বুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির ঊদ্দীন।
৮ নং সাততৈতিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদে নাসির ঊদ্দীন মাষ্টার ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরু।
বানীগ্রাম ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদে মোহাম্মদ জিন্নাহ মিয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জাফর সওদাগর কে মনোনীত করেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: Digital Download Clip Art PNG
Pingback: ยางไดอะแฟรม
Pingback: แทงบอลเว็บตรง
Pingback: 789
Pingback: เน็ต บ้าน ais