সিএন নিউজ২৪.কম ।
“ক্যাপ্টেন নির্বাচনে হেরে পঞ্চম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা ” শিরোনামটি চোখে পড়তেই চমকে ওঠেছি। এই কোমলমতিদের নির্বাচনে হেরে গিয়ে আত্মসংযমী হওয়ার মতো পূর্ণতা এখনো আসেনি! যদি আসতো তবে এমনটা করার কথা না। যেখানে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পর্যন্ত ঠুনকো ঘটনার জের ধরেই করে আত্মহনন। সেখানে তারাতো এসবের চাক্ষুষ সাক্ষী। বড়দের করছে অনুকরণ। যা বড়ই দুঃখজনক। বর্তমানে দেশীয় জগাখিচুড়ি শিক্ষাব্যবস্থা দ্বীনি শিক্ষাকে এতোটাই সংকীর্ণ করেছে যে- নৈতিকতা, সংযম, চারিত্রিক মানোন্নয়ন আজ অবক্ষয়ের পথে। যার সংস্কার হওয়া এখন সময়ের দাবী।
বর্তমানে ব্যালটপেপার ও ব্যালটবাক্সো ব্যবহার করে বেশ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ক্যাপ্টেন নির্বাচন। মনে পড়ে-
আমরা যখন প্রাইমারি ও স্কুল-মাদ্রাসা জীবনে ক্যাপ্টেন নির্বাচন করতাম; তখন অতোটা জমজমাট করে নির্বাচন অনুষ্ঠিত হতোনা। তবে সিস্টেমের আলোকেই মোটামুটি সম্পন্ন হতো এই নির্বাচন। ক্লাসের ফার্স্টবয় ও টিচারদের আস্থাভাজন হিসেবে ক্লাস ক্যাপ্টেন সিলেকশন করলে আমি কখনোই সন্তুষ্ট থাকতে পারতাম না। আমি বরাবরের মতোই ইলেকশনের পক্ষে ছিলাম। লড়াই-প্রতিদ্বন্ধিতা ছাড়া লিডারশীপ আমার জন্য লজ্জাজনক বলেই বিবেচনা করতাম। এছাড়া স্কুল জীবনে প্রায় প্রতিটি ক্লাসেই;
উল্লেখযোগ্য ভোটের ব্যাবধানে ক্যাপ্টেন নির্বাচিত হতাম। আমার লিস্টে প্রায় সব ক্লাসমেট এড আছে, সবাই কমবেশি বলতে পারবে সেই দিনগুলির কথা। এমনকি ঢাকা দারুননাজাত মাদ্রাসায় আলিমে থাকাবস্থায়; প্রশাসনিক বিশেষ কারণে ইলেকশনের পরিবর্তে ক্যাপ্টেন সিলেকশন হতো। তাই এই দু’বছর আমি ক্যাপ্টেন শব্দটি মুখেই নিই নি। তবে যথাসাধ্য পরিমাণ সেবা দিতে সবসময় ছিলাম বদ্ধপরিকর। ভার্সিটি লাইফেও সেই সেবা দেয়ার মাঝে আমার কোন ঘাটতি নেই। কমতি নেই। পরে ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সি.আর) ; আগে হোক উদারতা ও সেবা।
সেই ছোট্ট অভিজ্ঞতার আলোকে আমি মনে করি, স্কুল জীবনে ক্যাপ্টেন নির্বাচন নতুন নেতৃত্ব তৈরীর জন্য খুবই প্রয়োজন। কিশোর-কিশোরীদের আত্মহত্যাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর জন্য ক্যাপ্টেন নির্বাচন এড়িয়ে যাওয়া ঠিক হবেনা। কেননা-কারো মাথা ব্যাথা করলে, তার মাথা কেটে ফেলা কখনোই সমাধান হতে পারেনা। তেমনি ক্যাপ্টেন নির্বাচনের এই রেওয়াজ জারী থাকুক আগামীর দিনগুলোতেও। আমাদের রাষ্ট্রীয় প্রশাসনিক প্ল্যাটফর্ম হতে শুরু করে প্রতিটি স্টেপেই চলুক সঠিক গণতন্ত্র চর্চা। নতুন নেতৃত্বের হাতে এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ।
লেখক,
প্রধান সহ-সম্পাদক,
সিএন নিউজ ২৪. কম
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: Buy psilocybin mushrooms online usa
Pingback: brians club
Pingback: Go X
Pingback: Buy Tussionex Cough Syrup In Europe OnLINE