সিএন নিউজ ডেস্কঃ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেমানি হত্যাকাণ্ডের কড়া প্রতিশোধ নেবে ইরান।
শুক্রবার ( ৩ জানুয়ারি) ইরানের রেভুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাশেম সোলেমানীকে রকেট হামলা চালিয়ে হত্যার পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। খবর সিএনএন।
খামেনী বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে কড়া প্রতিশোধের মুখে পড়তে হবে। শত্রু মিত্র নির্বিশেষে সকলেই জানেন প্রতিরোধের পথে থামবার কোনো সুযোগ নেই। মুজাহিদদের জন্য অপেক্ষা করছে চূড়ান্ত বিজয়।
উল্লেখ্য, শুক্রবার ( ৩জানুয়ারি) ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে হামলায় কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেমানি নিহত হয়েছেন। রানের বিপ্লবী গার্ডস জেনারেল কাসেমের মৃত্যুর কথা স্বীকার করে বলেছে মার্কিন হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: i like this
Pingback: megabet
Pingback: 一次性電子煙
Pingback: จัดหาแม่บ้าน
Pingback: รับทำเว็บไซต์
Pingback: เว็บสล็อต