নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার দুপুর ২টায় হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেংগেল মোড় ঘুরে প্রেসক্লাবের দিকে যায়। মিছিল শেষে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা।
বিএনপির একাধিক নেতা জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে।
পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জড়ো হতে থাকেন।
এদিকে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশের বেশ কয়েকটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৩ মন্তব্য
Pingback: Ozempic vs Wegovy
Pingback: briansclub
Pingback: สินค้ากิฟฟารีน