প্রচ্ছদ / জাতীয় / খালেদা জিয়ার সাক্ষাৎ না পাওয়ার অভিযোগ স্বজনদের

খালেদা জিয়ার সাক্ষাৎ না পাওয়ার অভিযোগ স্বজনদের

এমডি শাহিন মজুমদার:

বন্দি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিন সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সিএন নিউজ২৪.কম কে এ অভিযোগের কথা জানান। তিনি বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে স্বজনদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ১৩ নভেম্বর এরপর ১৮ দিন অতিবাহিত হলেও সাক্ষাতের অনুমতি মিলছে না। সূত্রমতে, জেল কোড অনুযায়ী প্রতি মাসে ন্যূনতম দু’বার আত্মীয়স্বজন দেখা করতে পারেন। গত নভেম্বর মাসে তার সঙ্গে স্বজনদের সাক্ষাতের জন্য একবার অনুমতি দেওয়া হয়েছিল।

শামসুদ্দিন দিদার রবিবার সিএন নিউজকে জানান, সাক্ষাতের অনুমতি চেয়ে ২৪ নভেম্বর খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বাক্ষরিত একটি আবেদন জেল কর্তৃপক্ষ বরাবর পৌঁছানো হয়েছে; কিন্তু আজও অনুমতি দেয়নি। তার স্বজনদের ধারণা, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ; যে কারণে স্বজনদের দেখা করতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হয়ে প্রায় ২২ মাস ধরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৫ মন্তব্য