প্রচ্ছদ / ক্যাম্পাস / খালেদা জিয়া নাম সংবলিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণার নামফলক তিনমাসেও হয়নি প্রতিস্থাপন

খালেদা জিয়া নাম সংবলিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণার নামফলক তিনমাসেও হয়নি প্রতিস্থাপন

জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামসংবলিত বিশ্ববিদ্যালয় ঘোষণার নাম ফলক ছাত্রলীগ কর্তৃক ভাঙচুরের তিনমাসেও প্রতিস্থাপন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাতে শাখা ছাত্রলীগের কিছু কর্মী বিশ্ববিদ্যালয় ঘোষণার নামফলকটি ভাঙচুর করে। ভাঙচুর করার পর দায়িত্বরত প্রক্টর তদন্ত কমিটি গঠন করে শীঘ্রই নামফলকটি পুনঃস্থাপনের কথা বললেও এখন পর্যন্ত নামফলক স্থাপনের কোন পদক্ষেপ নেয় নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগেও গত ২০১৭ সালের ৮ জুন প্রথমবারের মতো রাতের আঁধারে খালেদা জিয়ার নাম সংবলিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণার নামফলক ভেঙে সরিয়ে ফেলা হয়। পরদিন ৯ জুন প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে এবং নামফলক পুনঃস্থাপনের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেওয়া হলে তৎকালীন প্রক্টর ড. নূর মোহাম্মদের মধ্যস্থতায় তা পুনঃস্থাপিত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নামফলক প্রতিস্থাপনে কোন উদ্যোগ নিয়েছে কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমি তো বলছি এটা পদক্ষেপ নিতে, দেখা যাক কি হয়। ওইটা তো ইঞ্জিনিয়ারকে বলা হইছে, এটা লাগাতে বলা হইছে। আমি বলছি প্রক্টর হিসেবে ওইটা লাগানোর জন্য।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ২ নভেম্বর বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের ঘোষণা দিয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় ঘোষণা ফলক উন্মোচন করেন। ওই ঘোষণার আলোকে ২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে বিলুপ্ত জগন্নাথ কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তরিত করা হয়।

এছাড়াও চেক করুন

অনলাইনে সদস্য নিচ্ছে কুভিকসাস

সাফায়েত উল্লাহ মিয়াজী: নতুন সদস্য সংগ্রহ করছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। শনিবার এ …

২ মন্তব্য

  1. Pingback: pin up app

  2. Pingback: Giffarine