প্রচ্ছদ / খুলনা / গবেষণার জন্য ইবিতে বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন

গবেষণার জন্য ইবিতে বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : 

গবেষণা, জীববৈচিত্র্য রক্ষা ও সৌন্দর্যবর্ধনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল গার্ডেন তৈরি করা হচ্ছে। শনিবার বিশ্ববিদ্যায়ের লেকের পাশে প্রায় ১০ বিঘা জমির উপর এ বোটানিক্যাল গার্ডেনে চেরি ফল গাছের চারা রোপণ করে উদ্বোধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। এ গার্ডেনে দুর্লভ এবং বিলুপ্ত প্রায় এমন ১৪০ প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয় সৌন্দর্যবর্ধন কমিটির আহবায়ক ড. মোঃ জাকারিয়া রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা।

সৌন্দর্যবর্ধন কমিটির সদস্য-সচিব ও প্রধান প্রকৌশলী (ভার:) আলিমুজ্জামান টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, প্রক্টর (ভার:) ড. মোঃ আনিছুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রবিউল ইসলাম পলাশ এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, আমার অনুপ্রেরণার উৎস হচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা বিস্ময় প্রকাশ করি যে, এমন একজন মানুষের সহযাত্রী আমরা কেন হবো না।

তিনি বলেন, আমরা এ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে এক এবং ঐক্যবদ্ধভাবে নানামুখি উন্নয়নমূলক কাজ করে চলেছি।এ ক্যাম্পাসকে আমরা সবুজ ক্যাম্পাকে পরিণত করতে চাই।

বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে এ বিশ্বকে রক্ষার জন্য প্রতি বছর প্রতিটি মানুষকে অন্তত ১টি করে গাছ লাগাতে হবে। আমরা আমাদের জীববৈচিত্র রক্ষা করতে চাই। এ গার্ডেনের মাধ্যমে আমাদের নব প্রজন্মরা বিভিন্ন গাছের সাথে পরিচিত হতে পারবে। গার্ডেনটি শুধু সৌন্দর্যবর্ধন নয় বরং এটি আমাদের কিছু বিভাগের গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …