সাজেদুর আবেদিন শান্তঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো জলদস্যু-বনদস্যু ও মাদক কারবারির স্থান বাংলাদেশে হবে না। জলদস্যু-বনদস্যুর পর এখন মাদক কারবারিরা আত্মসমর্পণ করছেন। কিছুদিন আগে টেকনাফে ১০২ জন মাদক কারবারি আত্মসমর্পণ করেছেন। আজ ৭৪ জন আত্মসমর্পণ করেছেন। কয়েকদিন পর আরেকটি জেলায় মাদক কারবারিরা আত্মসমর্পণ করবেন।
রোববার(24.03.2019) গাইবান্ধার ফুলছড়িতে মাদকবিরোধী সমাবেশ ও মাদক কারবারিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ৭৪ জন মাদক কারবারি আত্মসমর্পণ করেন।
গাইবান্ধা জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ব্যবসা বন্ধ করে আত্মসমর্পণ করুন, না হয় কঠোর পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকুন। যারা আত্মসমর্পণ করবেন তারা যদি আর এ ব্যবসায় নিজেকে সম্পৃক্ত না করেন তাহলে আইনি সহায়তা দেয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যারা আত্মসমর্পণ করবেন না তাদের অবস্থা খারাপ হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৮ মন্তব্য
Pingback: หนังใหม่ออนไลน์
Pingback: joker room vip login
Pingback: เว็บพนันหวยยอดนิยม yindee lotto
Pingback: เต็งหวย VS LSM99
Pingback: clothing manufacturer
Pingback: Go X Tortoise partnership
Pingback: Giffarine
Pingback: Uuodiyala