প্রচ্ছদ / প্রচ্ছদ / গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

৫ জুলাই দিবাগত গভীর রাতে গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত,এএসআই মুশফিক ও এএসআই মাসুদ রানার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট সড়কের হাইওয়ে হোটেল মেগাস্টারের সামনে দিনাজপুর হতে ঢাকাগামী হানিফ পরিবহন আটক পূর্বক তল্লাশি চালায়। এসময় বাসে থাকা যাত্রী দিনাজপুর জেলার সদর থানার যোগীপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রাশেদুল মমিন(৪০) এর বডিতে ফিটিং করা ৩০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান এ প্রতিবেদককে জানান, রাসেদুল মমিন মেট্রোরেলে সুপারভিশন প্রকৌশলী হিসাবে চাকুরিরত।
উদ্ধারকৃত ৩০ বোতল ফেন্সিডিল এর মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

আসামির বিরুদ্ধে বগুড়া ও জয়পুরহাট আদালতে আরো ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরো একটি মামলা রুজু হয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …