নিজস্ব প্রতিনিধিঃ
গাইবান্ধায় গরু আনতে গিয়ে বজ্রপাতের আঘাতে বুলবুল মন্ডল(৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে।
জানা গেছে,রবিবার ৫জুলাই কৃষক বুলবুল তার বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে গেলে হঠাৎ আসমান থেকে ছুটে আসা বজ্রপাতের আঘাতে তার করুণ মৃত্যু হয়। এসময় বুলবুলের একটি এবং তার প্রতিবেশী আইয়ুব আলীর একটি গরু মারা যায়।
বজ্রপাতের আঘাতে নিহত বুলবুল মন্ডল উপজেলার পদুমশহর ইউনিয়নের আব্দুস ছাত্তার মন্ডলের ছেলে।
এ বিষয়ে পদুমশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন জানিয়েছেন,ঘটনাটি সম্পর্কে আমিও শুনেছি এবং তিনি শোক প্রকাশ করেছেন।√#
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: จอสัมผัสอัจฉริยะ
Pingback: พรมรถ
Pingback: https://www.gadisparfum.com.br/produtos/perfume-similar-wanted-by-night-gadis-contratipo-inspirado-no-n-643/
Pingback: Sugar Rush 1000 Philippines
Pingback: vg98