নিরব তোমার মনে আছে যেদিন তোমার কোনো চাকুরী ছিলো না তখন তুমি ইন্টারভিউ দিতে দিতে ক্লান্ত হয়ে যেতে তবুও তোমার ভাগ্যে চাকুরী নামক কিছু আসেনি ।
একদিন ইন্টারভিউ দিয়ে বাসায় ফেরার পথে আমাকে রাস্তার মোড়ে দেখে তুমি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে ছিলে এরপর কপালের ঘাম গুলো মুছতে মুছতে আমার সামনে এসে মুচকি একটা হাসি দিয়ে বলেছিলে…
-সামনে বাস থেকে নেমে পড়েছি , হাঁটতে ইচ্ছে করছিলো তাই হেঁটে হেঁটে আসলাম। সরি নীলা আজকেও চাকুরী টা হয়নি ।
-নীরব আজ থেকে হয়তো আমাদের আর কখনো দেখা হবেনা ! আগামী সপ্তাহে আমার বিয়ে, ছেলে সরকারি চাকুরী করে।
তুমি মুচকি হেসে বলেছিলে…
-ভালো থেকো নীলা , তোমার পরবর্তী জীবন সুখের হোক ।
এই কথা বলে সে যে নিখোঁজ হয়েছিলে আর তোমাকে কোথাও খুঁজে পাইনি । আজ ৭ বছর পর তোমার সাথে দেখা , তুমি আমার সামনে বসে আছো । শিউলীকে এই স্কুলে ভর্তি করাতে না আসলে হয়তো তোমার সাথে আমার দেখা হতো না ।
-নিরব তুমি এখনো বিয়ে করোনি কেনো ?
– সময় হলে করে নিবো , এটা তোমাকে আর চিন্তা করতে হবে না।
-আমার মেয়েকে রেখে গেলাম তোমার এই স্কুলে।
– সমস্যা নেই । ভালো থেকো , জরুরী একটা কাজে আমাকে বের হতে হচ্ছে ।
ঠিক আজ ১১ বছর পেরিয়ে গেলো এখনো জরুরী কাজটা তোমার শেষ হয়নি। জানি, আমার উপর অনেক অভিমান করে হয়তো এই শহর ছেড়ে নয়তো দেশ ছেড়ে চলে গিয়েছো।
ভালো থাকবে নিরব , আমিও যে বাধ্য মা-বাবার বাধ্য সন্তান ছিলাম।
লেখক — গল্পকার |
gaziforhad.gf@gmail.com
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: แอพเช็คสลิปโอนเงิน
Pingback: lalka reborn
Pingback: Thai Massage Manhattan
Pingback: lck베팅
Pingback: на nekoclub.kz