আজ সেই বিজয়ের দিন,
আজ সেই বিজয়ের দিন।
যে বিজয় আকাশ থেকে ঝড়িয়ে পড়েনি।
যে বিজয় পাতাল ফুড়ে উঠে আসে নি।
যে বিজয় এসে ছিল ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে
তাদের কাছে ঋণী মোরা, তাদের কাছে ঋণ।
আজ সেই বিজয়ের দিন।
যে বিজয় ঝড় তুফানে উড়ে আসেনি।
যে বিজয় বন্যায় ভেসে আসেনি
যে বিজয় এসে ছিল ২ লক্ষ বীরঙ্গনার সম্ভমের বিনিময়ে।
তাদের কাছে ঋণী মোরা,
তাদের কাছে ঋণ।
আজ সেই বিজয়ের দিন।
যে বিজয় কোন দৈত্যদানব এনে দেয়নি।
যে বিজয় কোন যাদুর চেরাগ ঘর্ষণে আসেনি।
যে বিজয় এসে ছিল শহীদ গাজীর যুদ্ধের বিনিময়ে।
তাদের কাছে ঋণী মোরা, তাদের কাছে ঋণ।
আজ সেই বিজয়ের দিন।
কবিতাটি লিখেছেনঃ গাজী মোঃছাদেক আলী সরকার
বাড়াকান্দি, কামারখন্দ, সিরাজগঞ্জ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: เว็บพนันออนไลน์เกาหลี
Pingback: เช็คสลิปโอนเงิน
Pingback: Huaykk แทงหวยออนไลน์ หวยเคเค
Pingback: Tony88 มีค่ายสล็อตแตกง่าย
Pingback: อาหารเสริม
Pingback: Houten in beeld
Pingback: endoliftX ที่ไหนดี