প্রচ্ছদ / প্রচ্ছদ / গাজী মোঃ ছাদেক আলী সরকার’র কবিতা “বিজয়ের গান”

গাজী মোঃ ছাদেক আলী সরকার’র কবিতা “বিজয়ের গান”

 

আজ সেই বিজয়ের দিন,

আজ সেই বিজয়ের দিন।

যে বিজয় আকাশ থেকে ঝড়িয়ে পড়েনি।

যে বিজয় পাতাল ফুড়ে উঠে আসে নি।

যে বিজয় এসে ছিল ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে

তাদের কাছে ঋণী মোরা, তাদের কাছে ঋণ।

আজ সেই বিজয়ের দিন।

 

যে বিজয় ঝড় তুফানে উড়ে আসেনি।

যে বিজয় বন্যায় ভেসে আসেনি

যে বিজয় এসে ছিল ২ লক্ষ বীরঙ্গনার সম্ভমের বিনিময়ে।

তাদের কাছে ঋণী মোরা,

তাদের কাছে ঋণ।

আজ সেই বিজয়ের দিন।

 

যে বিজয় কোন দৈত্যদানব এনে দেয়নি।

যে বিজয় কোন যাদুর চেরাগ ঘর্ষণে আসেনি।

যে বিজয় এসে ছিল শহীদ গাজীর যুদ্ধের বিনিময়ে।

তাদের কাছে ঋণী মোরা, তাদের কাছে ঋণ।

আজ সেই বিজয়ের দিন।

 

কবিতাটি লিখেছেনঃ গাজী মোঃছাদেক আলী সরকার

বাড়াকান্দি, কামারখন্দ, সিরাজগঞ্জ।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …